Mahir R. Thinian- ATTOCHITKAR (আত্তচিৎকার) || OFFICIAL MUSIC VIDEO || MRT PRODUCTION
*Lyrics: (mahir r. thinian)
..........................................
1st Varse
নিস্তব্ধ এই রাতে, আকাশে নেই চাঁদ -
তারা বিহীন- এই আকাশে, নির্মোল বাতাস ।
ঘুমিয়ে পরেছে - পাখিরা,
লাগেনা ভালো -
জোনাকীরা - একটু করে, দিচ্ছে আলো ।
আত্মার- আত্তচিৎকার, কেউতো শোনে না -
আত্মার- আত্তচিৎকার, কেউতো বোঝে না ।
আত্তার আত্ম চিৎকার, কেউতো শোনে না-
প্রানহীন এই, নিথর দেহো - জলছে দেখোনা ।
হো,হো,হো,হো-ল,লা,লা,লা
.................................................................
2nd Varse
আবেগহীন এই, জীবন তোমার, হয় কতো- সুখী,
স্বার্থহীন এই- ভুবন আমার, কেনোও এতো- দুখী।
জানি একদিন হবে দেখা, পরোকালে-
কেউ না কেউ- আসবে একদিন, আগে পরে ।
প্রানহীন এই, দেহো আমার - সাদা কাফনের কাপড় ,
কিছুই আজ নেই- যেনো, হা হা কার এই চাদর ।
আত্মার আত্ত চিৎকার, কেউতো শোনে না-
প্রানহীন এই, নিথর দেহো - জলছে দেখোনা |
হো,হো,হো,হো-ল,লা,লা,লা
.................................................................
3rd Varse
এমণ এক রাতে তুমি, নেই পাশে-
তোমার সৃতীগুলো সব, ভেষে আশে ।
তুমিহীন এই জগৎ, পুরোটাই বেদোনা-
প্রানহীন এই- নিথর দেহো, জলছে দেখোনা ।
জানি চলে যাবো- একদিন, - অনেক দুরে,
মুছে যাবে এই- সৃতীগুলো, আজ সুরে সুরে ।
আত্তার আত্ম চিৎকার, কেউতো শোনে না-
প্রানহীন এই, নিথর দেহো - জলছে দেখোনা
আত্মার- আত্তচিৎকার, কেউতো বোঝে না-
প্রানহীন এই, নিথর দেহো - পুড়ছে দেখোনা
.................................................................
*this Lyrics is made by a message of a poem
Writer : Thanvi Shornaly (date: 4th april-2014)
.................................................................
নিস্তব্দো এই রাতে,
আকশে নেই চাঁদ;
তাঁরা বিহীন আকাশে-
নির্মোল বাতাস"
"ঘুমিয়ে পরেছে পাখিরা,
লাগেনা ভালো ।
জঁনাকীরা একটু করে,
দিচ্ছে আলো"
"নিস্তব্দো এই রাতে,
আকশে নেই চাঁদ;
তাঁরা বিহীন আকাশে-
নির্মোল বাতাস"
"এমন এক রাতে,
তুমি নেই পাশে;
থাকলে বলতাম- চলোনা হাড়িয়ে যাই
দুর অজানাতে"
.................................................................
Comments