নিস্তব্ধো রাত (full poem)
- থানভী স্বর্নালী Date: 4th april-2k14
"নিস্তব্দো এই রাতে,
আকশে নেই চাঁদ;
তাঁরা বিহীন আকাশে-
নির্মোল বাতাস"
"ঘুমিয়ে পরেছে পাখিরা,
লাগেনা ভালো ।
জঁনাকীরা একটু করে,
দিচ্ছে আলো"
"নিস্তব্দো এই রাতে,
আকশে নেই চাঁদ;
তাঁরা বিহীন আকাশে-
নির্মোল বাতাস"
"এমন এক রাতে,
তুমি নেই পাশে;
থাকলে বলতাম- চলোনা হাড়িয়ে যাই
দুর অজানাতে"
Comments