আজ আমি অচেনা (Aaj Ami Ochena)
লেখক: মাহির আর. থিনিয়ান
1st Varse:-
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
2nd Varse:-
অদেখা অবুঝ আবেগে, মণের শিশু কেঁদে ওঠেছে
বুঝেনা কিছু এ মণ, চোখেরি জ্বল শুখিয়ে গেছে…
অদেখা অবুঝ আবেগে, মণের শিশু কেঁদে ওঠেছে
বুঝেনা কিছু এ মণ, চোখেরি জ্বল শুখিয়ে গেছে…
কেনোও তুমি বিনা, এ মণ আমার - কিছু বোঝেনা
কেনোও মণের আপনজন, করেছে - ছলোনা…
কেনোও তুমি বিনা, এ মণ আমার - কিছু বোঝেনা
কেনোও মণের আপনজন, করেছে - ছলোনা…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
RAP:
মাহির আর. থিনিয়ান-
কিছিলো আমার কর্ম, হাড়িয়ে বুঝেছি - তার মর্ম
ভালো লাগা ভালোবাসা, ভালো থাকা - ছিলো সব তোমাতেই
ভালো লাগে তোমার ছবি, হৃদয়ের মাঝে আকঁতে-
আজ বড় একা আমি, অচেনা এক শহরে-
কাটেনা আর বেলা, যানি ফুরাবেনা এই প্রহর-
তোমার সৃত্মি স্মরণে, আমার দিন কেটে যায়-
তোমার ডানা কাটা চোখ, আঁকি মণের ঐ পর্দায়-
তোমায় হাড়ানোর বেদনা, ফিরে আসে ঐ দিন শেষে…
3rd Varse:-
নিজের ছোট্ট একটি ভুল, তাই আজ বড় একা…
নিঃস্ব আমি এই জীবণে, পাবো কি তার দেখা ?…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
সৃত্মী গুলো আজ যেন, মুছে গেছে সব
জীবণ আমার কেনো যেন, হয়েছে ণিরব…
Comments